চীনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ নিহত ৩৬

প্রকাশ : ১১ আগস্ট ২০১৭, ১৭:২৫

জাগরণীয়া ডেস্ক

চীনের সাংহাই প্রদেশে এক্সপ্রেস সড়কের টানেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় ১০ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে ১১ আগস্ট (শুক্রবার) এ খবর দিয়েছে রয়টার্স ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বাসটি শহরের উত্তর-পূর্বের চেনগুদু থেকে হেনাল প্রদেশের দক্ষিণ-পশ্চিমের লোয়াংয়ে যাচ্ছিল। পথে চার লেনের সুড়ঙ্গ সড়কের দেয়ালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত হানলে সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৩৬ জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। ইতোমধ্যে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটিতে মোট ৫১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার বিষয়ে চীনা কর্তৃপক্ষ কখনও বিস্তারিত তথ্য দেয় না।

তবে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা হরহামেশায় ঘটে থাকে।

২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে বলা হয়, চীনে প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় আড়াই লাখের বেশি মানুষ মারা যায়। এদিকে, দেশটির জননিরাপত্তা মন্ত্রী গুয়া শেংকুন দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত