গুজরাটে বন্যা: সরানো হয়েছে ২৫ হাজার মানুষকে

প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৬:৪৫

জাগরণীয়া ডেস্ক

বন্যার কারণে ভারতের গুজরাট থেকে ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির পানিতে রাজ্যটির উত্তর ও মধ্যঞ্চলের বেশ কিছু জেলা পানিতে ভেসে গেছে। ২০টির বেশি হাইওয়ে ডুবে গেছে।

আগামী ২৯ জুলাই পর্যন্ত গুজরাটে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। গুজরাটে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে দুযোগ ব্যবস্থাপনা টিম ও অন্যান্য উদ্ধারকর্মীরা কাজ করছেন। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিমান বাহিনীর সদস্যদেরকেও পাঠানো হয়েছে।

এছাড়া পুরো ভারতজুড়ে বন্যা হচ্ছে। রাজস্থানে বন্যায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গে বেশ কিছু অঞ্চল ডুবে গেছে। এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারি বর্ষণ ও ঝড়ো বাতাসের কারণে ত্রাণ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত