‘৩ লাখের বেশি সরকারি পদ শূন্য’

প্রকাশ : ১৩ জুন ২০১৭, ১৭:৪১

জাগরণীয়া ডেস্ক

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, দেশে সরকারি দপ্তরগুলোতে তিন লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে।১৩ জুন (মঙ্গলবার) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, শূন্য পদ পূরণ চলমান প্রক্রিয়া। মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে কর্ম কমিশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৮ম-১২তম গ্রেড) শূন্যপদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এছাড়া ১৩-২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ জনবল নিয়োগ দিয়ে থাকে।

তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন। মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। এর মধ্যে প্রথম-নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদে এক লাখ ৪৮ হাজার ৮১৯টি।

মন্ত্রীর তথ্য, প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্যে প্রথম গ্রেডে ৩৩৫ জন, দ্বিতীয় গ্রেডে দুই হাজার ৩২৪ জন, তৃতীয় গ্রেডে চার হাজার ৬৭৭ জন, চতুর্থ গ্রেডে আট হাজার ১৩৪ জন, পঞ্চম গ্রেডে ১৫ হাজার ৭৯৪ জন, ষষ্ঠ গ্রেডে ৩৩ হাজার ৪১১ জন, সপ্তম গ্রেডে ৫ হাজার ৪৯৪ জন, অষ্টম গ্রেডে ৪ হাজার ৬৭৩ জন ও নবম গ্রেডে ৭৩ হাজার ৮৭৬ জন। এছাড়া ফিক্সড বেতনে রয়েছেন ১০১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত