এক নজরে ৮ম জাতীয় বেতন স্কেল (বৃদ্ধির বিভিন্ন ধাপ)

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১৩:১১

জাগরণীয়া ডেস্ক

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য চালু অষ্টম বেতন কাঠামো দেওয়া হলো।

২১ লাখ সরকারি চাকরিজীবী এই হারে মূল বেতন পাচ্ছেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। আর ২০১৬ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হয়েছে।

 

অষ্টম বেতন কাঠামোতে প্রতিটি গ্রেডের শুরুর বেতন হবে এরকম

গ্রেড সপ্তম বেতন স্কেল (টাকা) অষ্টম বেতন স্কেল (টাকা) বেতন বৃদ্ধি (টাকা ও শতকরা)
মন্ত্রিপরিষদ সচিব/মুখ্য সচিব ৪৫,০০০  ৮৬,০০০ ৪১,০০০ (৯১.১১%)
জ্যেষ্ঠ সচিব ৪২,০০০  ৮২,০০০ ৪০,০০০ (৯৫.২৩%)
গ্রেড-১     ৪০,০০০ ৭৮,০০০ ৩৮,০০০ (৯৫%)
গ্রেড-২ ৩৩,৫০০ ৬৬,০০০ ৩২,৫০০ (৯৭.০১%)
গ্রেড-৩ ২৯,০০০ ৫৬,৫০০ ২৭,৫০০ (৯৪.৮২%)
গ্রেড-৪ ২৫,৭৫০ ৫০,০০০ ২৪,২৫০ (৯৪.১৭%)
গ্রেড-৫ ২২,২৫০ ৪৩,০০০ ২০,৭৫০ (৯৩.২৫%)
গ্রেড-৬       ১৮,৫০০ ৩৫,৫০০ ১৭,০০০ (৯১.৮৯%)
গ্রেড-৭        ১৫,০০০ ২৯,০০০ ১৪,০০০ (৯৩.৩৩%)
গ্রেড-৮ ১২,০০০ ২৩,০০০ ১১,০০০ (৯১.৬৬%)
গ্রেড-৯         ১১,০০০ ২২,০০০ ১১,০০০ (১০০%)
গ্রেড-১০         ৮,০০০ ১৬,০০০ ৮,০০০ (১০০%)
গ্রেড-১১ ৬,৪০০ ১২,৫০০ ৬,১০০ (৯৫.৩১%)
গ্রেড-১২ ৫,৯০০ ১১,৩০০ ৫,৪০০ (৯১.৫২%)
গ্রেড-১৩ ৫,৫০০ ১১,০০০ ৫,৫০০ (১০০%)
গ্রেড-১৪ ৫,২০০ ১০,২০০ ৫,০০০ (৯৬.১৫%)
গ্রেড-১৫ ৪,৯০০ ৯,৭০০ ৪,৮০০ (৯৭.৯৫%)
গ্রেড-১৬ ৪,৭০০ ৯,৩০০ ৪,৬০০ (৯৭.৮৭%)
গ্রেড-১৭ ৪,৫০০ ৯,০০০ ৪,৫০০ (১০০%)
গ্রেড-১৮ ৪,৪০০ ৮,৮০০ ৪,৪০০ (১০০%)
গ্রেড-১৯ ৪,২৫০ ৮,৫০০ ৪,২৫০ (১০০%)
গ্রেড-২০ ৪,১০০ ৮,২৫০ ৪,১৫০ (১০১.২১%)

 

প্রসঙ্গত, এ কাঠামোতে বিসিএস পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন হবে মাসে ২২ হাজার টাকা, যা আগের কাঠামোতে ১১ হাজার টাকা ছিল। এর সঙ্গে যুক্ত হবে এলাকা অনুযায়ী বাড়িভাড়া এবং গ্রেড অনুযায়ী চিকিৎসা ও অন্যান্য ভাতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত