মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিল কার্যক্রম অনলাইনে

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৭

জাগরণীয়া ডেস্ক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার বেতন বিল এখন থেকে অনলাইনে সাবমিট করতে হবে।

২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম মন্ত্রণালয়ের সভা কক্ষে তার বেতন-বিল অনলাইনে সাবমিট করে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ প্রসঙ্গে সচিব নাছিমা বেগম বলেন, মন্ত্রণালয়ের সব ফাইলই ই-ফাইলিং করা হয়। বেতন বিল আগে কাগজে লিখে সাবমিট করা হতো।  এখন থেকে ইন্টারনেটের মাধ্যমে কর্মকর্তারা তাদের বেতন বিল সাবমিট করবেন।

সর্ব প্রথম অনলাইনে কর্মকর্তাদের বেতন বিল কার্যক্রম শুরু করে অর্থ মন্ত্রণালয় । দ্বিতীয় মন্ত্রণালয় হিসাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অনলাইনে বেতন বিল সাবমিটের কার্যক্রম শুরু করল। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত