সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন বিল অনলাইনে

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:২৪

অনলাইন ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত বিল অনলাইনে জমা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন বিল অনলাইনে দাখিল করা হবে। পযায়ক্রমে মন্ত্রণালয়, দপ্তর, বিভাগগুলোকে আনা হবে।

অর্থবিভাগ সম্প্রতি এ ধরনের একটি সার্কুলার জারি করেছে।

এখন কর্মকর্তা কর্মচারীরা বেতন বিল, পরীক্ষা পাস এবং পেমেন্ট পেনশন বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচের অর্থ স্বয়ংক্রিয়ভাবে বেতন বিল নিজেরাই জমা করতে পারবেন।

বিদ্যমান পদ্ধতিতে পেমেন্টের জন্য বিল জমা দিতে প্রায় ১৫ দিন সময়ের প্রয়োজন হতো। এখন সেটা মুহূর্তেই করা যাবে।