১৩’তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মানববন্ধন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪

জাগরণীয়া ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে জেলার ১৩’তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০১৫ এর নতুন গেজেট ও পরিপত্র অনুযায়ী দ্রুত ও একক নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে শহরের সরকারি কলেজ মোড়ে মুজিব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

বক্তারা বলেন, শিক্ষক নিবন্ধন প্রার্থীরা পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) গৃহীত পরীক্ষাসমূহের মতই পর্যায়ক্রমে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের ব্যাপারে এখনও কোন নির্দেশনা পাচ্ছে না। অথচ পরীক্ষার্থীরা শূণ্য আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছে।

এ ব্যাপারে জারিকৃত পরিপত্র ও গেজেট বাস্তবায়নসহ ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন- দিলরুবা খাতুন, রুবেল হোসেন, দুরুল ইসলাম, কুরবান আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত