সহস্র চিকিৎসক নেওয়ার আগ্রহ সৌদি’র

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৬, ১৯:১৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৬, ১৯:২১

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে এক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব সরকার।

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বুধবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান। 

তিনি জানান, চলতি সপ্তাহের শুরুতে সৌদি সরকার এক হাজার বাংলাদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ চেয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। 

১০ বছর বন্ধ থাকার পর গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর বাংলাদেশি চিকিৎসকদের জন্য সৌদি আরবে কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে জানান মসীহ।