১০১ বছর বয়সে ১০০ মিটারের সোনা !

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:৪৮

জাগরণীয়া ডেস্ক

১০১ বছর বয়সে এসে ১০০ মিটার স্প্রিন্টের সোনা জিতেছেন ভারতীয় অ্যাথলেট মন কৌর। অকল্যান্ডে সোমবার ওয়ার্ল্ড মাস্টার্স গেইমসে তিনি এই সোনা জিতেন।

মাত্র এক মিনিট ১৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেন ভারতীয় এই দিদিমা, যা উসাইন বোল্টের বিশ্ব রেকর্ডের চেয়ে মাত্র ৬৪.৪২ সেকেন্ড বেশি!

নিউ জিল্যান্ডের সংবাদ মাধ্যম শতায়ু এই নারীর নাম দিয়েছে চণ্ডিগড়ের বিস্ময়।  

ট্র্যাকে নামার আগে চিকিৎসকরা শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন, এই ধকল তিনি নিতে পারবেন কি না।

আর দৌড় শেষে মন কৌর নেচে নেচে উদযাপন করেন পদক জয় এর আনন্দ।

পাঞ্জাবি এক দোভাষীর সহায়তা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “খুব ভালো লাগছে আমার। আমি খুব উপভোগ করেছি।”

মন কৌর জানান, দৌড় তিনি ছাড়ছেন না, সুযোগ এলেই আবার ট্র্যাকে নামবেন।  

মন জানান, ছেলে গুরদেভ সিং তার সঙ্গে ইন্টারন্যাশনাল মাস্টার্স গেইমস সার্কিটে অংশ নেওয়ার পরামর্শ দিলে বিষয়টা মনে ধরে মন কৌরের। মেডিকেল পরীক্ষায় সবুজ সংকেত আসার পর ছেলের সঙ্গে নেমে যান ট্র্যাকে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মান কাউরের অ্যাথলেটিক ক্যারিয়ার শুরুই হয়েছে মাত্র আট বছর আগে, তখন তার বয়স ৯৩ বছর।

এর পর থেকে মা-ছেলে দৌড়ে বেড়াচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। আগামীতে ২০০ মিটার দৌড় আর শট পুটেও নিজেকে পরখ করে দেখতে চান মন কৌর।

তবে মজার বিষয় হচ্ছে বিবিসি জানিয়েছে, এই বয়স ক্যাটাগরির স্প্রিন্টের একমাত্র প্রতিযোগী ছিলেন মন, তাই দৌড় শুরুর আগেই মন কৌরের সোনার মেডেল নিশ্চিত ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত