ওডব্লিউএসডি-এলসেভিয়ার পুরস্কার পাচ্ছেন তানজিমা হাশেম

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১০

জাগরণীয়া ডেস্ক

মানুষের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার কম্পিউটারনির্ভর একটি উপায় বের করায় এ বছরের ওডব্লিউএসডি-এলসেভিয়ার ফাউন্ডেশন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি কম্পিউটার বিজ্ঞানী তানজিমা হাশেম। 

উন্নয়নশীল দেশসমূহের নারী বিজ্ঞানীদের সংগঠন ওডব্লিউএসডি প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। চলতি বছর এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ, ইকুয়েডর, ঘানা, ইন্দোনেশিয়া ও সুদানের ৫ নারী গবেষক।

বুয়েট শিক্ষক তানজিমা হাশেম হাশেম বলেন, উন্নয়নশীল বিশ্বে আমরা সুনির্দিষ্ট কিছু বাধার মুখোমুখি হই। সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য এই পুরস্কার আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।

মনোনয়নপ্রাপ্ত নারী গবেষকেরা কেমিকৌশল, জ্বালানি ও খনি প্রকৌশল, পরিবেশ প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানে নিজ নিজ অর্জনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন। পাশাপাশি নিজ নিজ দেশের তরুণীদের বিজ্ঞান গবেষণার তত্ত্বাবধানের জন্যও তাদের এই সম্মান দেওয়া হচ্ছে।

ওডব্লিউএসডির প্রধান জেনিফার থমসন বলেন, এই পাঁচ নারীর সংকল্প, নিষ্ঠা ও উদ্যম সবার জন্য প্রেরণামূলক— বিশেষত উন্নয়নশীল দেশগুলোর নারী গবেষকদের জন্য। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত