প্রতিবন্ধকতাকে হারিয়ে বিশ্বজয়ী ৩ নারী

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ০১:৪৪

জাগরণীয়া ডেস্ক

বিশ্বে অনেক মানুষ রয়েছেন যাঁরা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছেছেন। শুধু তাই নয়, এঁদের কর্মকাণ্ডই গোটা বিশ্বের মানুষের কাছে এঁদের পৌঁছে দিয়েছে। শারীরিক ভাবে অক্ষম হলেও যে একজন সফল মানুষ হওয়া যায় সেই পথ দেখিয়েছেন এঁরা। এমনই বিশ্বের ৩ জন বিখ্যাত মানুষ যাঁদের কাছে শারীরিক প্রতিবন্ধকতাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যা তাঁরা অনায়াসেই জয় করেছে। 

মারলা রুনিয়ান: মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। ম্যারথনার। তিন বার ৫ হাজার মিটার চ্যাম্পিয়ন। ৯ বছর বয়সেই স্টার্গার্টস রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তার পরেও তিনি অলিম্পিকে অংশ নেন। তিন বার ৫ হাজার মিটার চ্যাম্পিয়ন হন।

সুধা চন্দ্রন: ধ্রুপদী নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের জন্ম কেরলে। ১৬ বছর বয়সে একটা দুর্ঘটনার শিকার হন। অস্ত্রোপচারের পর তাঁর পা বাদ পড়ে। অসীম মনের জোর নিয়ে কৃত্রিম পা লাগিয়ে ফের মঞ্চে ফিরে আসেন স্বমহিমায়।

ফ্রিডা কাহলো: নিজের ছবি আঁকাতে অন্যতম সেরা এই চিত্রকার। অন্যের নয় নিজের পোর্ট্রেট আঁকতেই বেশি ভালবাসতেন তিনি। ফ্রিডা পোলিও আক্রান্ত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত