ইউনেস্কোর প্যারিস সদরদপ্তরে যাচ্ছেন সায়মা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:০০

জাগরণীয়া ডেস্ক

প্রতিবন্ধীদের নিয়ে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ইউনেস্কো প্যারিসে সদরদপ্তরে যাচ্ছেন অটিজম বিষয়ে বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, এ অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের একটি প্যানেল আলোচনাতেও সায়মা ওয়াজেদ অংশ নেবেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানিয়েছেন। আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন সায়মা ওয়াজেদ। এক্স

এ অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের একটি প্যানেল আলোচনাতেও সায়মা ওয়াজেদ অংশ নেবেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতিবন্ধীদের প্রযুক্তিগত ক্ষমতায়নের লক্ষ্যে প্রবর্তিত ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’র আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপারসন সায়মা। গত মাসে ওই বোর্ড সভায় আগামী দুই বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মাকে চেয়ারপারসন নির্বাচিত করা হয়।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বাংলাদেশি সংগঠন সূচনা ফাউন্ডেশনের প্রধান সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত