স্লিম হতে বলায় বিজয়ীর মুকুট প্রত্যাখ্যান

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ০০:৫২

জাগরণীয়া ডেস্ক

এবছর মিস যুক্তরাজ্য হয়েছেন জোয়ি স্মেল। এ মাসেই ইকুয়েডরে তার ‘মিস ইউনাইটেড কন্টিনেন্টস ২০১৭’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা। কিন্তু তা না করে আয়োজকদের একটি নির্দেশের প্রতিবাদ জানিয়ে বিজয়ীর মুকুট ফিরিয়ে দিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, আয়োজক কর্তৃপক্ষ জোয়িকে ওজন কমিয়ে স্লিম হতে বলেছিল। কিন্তু এই নির্দেশ ভালো লাগেনি তার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ওজন কমাবেন না। শুধু তা-ই নয়, নিজের মুকুটও ফিরিয়ে দিয়েছেন তিনি।

জোয়ি বলেন, "আমার ব্যক্তিত্ব ও মেধা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যথেষ্ট না হয়, সেটা তাদের ক্ষতি। আমি ‘সাইজ ১০’। ওই প্রতিযোগিতার মাপকাঠি ‘সাইজ ৬’। ১০ থেকে ৬ আমি হতে চাই না"। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে জোয়ি লিখেছেন, "আমি আমাকে ভালোবাসি। তাই নিজেকে বদলাতে চাই না"।

তিনি আরো লিখেন, "সত্যিকারের রাণীরা অন্যের ক্ষমতায়ন করে, বুদ্ধিমতী হয় এবং সবাইকে একত্রিত হতে সহায়তা করে"।

জোয়ির এই অবস্থানের প্রশংসা করেছেন বেশির ভাগ মানুষ। একজন কমেন্ট করেছেন, ‘আমরা যা, তা নিয়েই গর্বিত হওয়া উচিত। আর জোয়ি সেটাই করেছেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত