খুলে দেওয়া হল শ্যামলী শিশু মেলা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০১:২৩

জাগরণীয়া ডেস্ক

প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র শ্যামলী শিশু মেলা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে শ্যামলী শিশু মেলা খুলে দেওয়া হয়। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানান।

ভাড়ায় পরিচালিত শিশু মেলায় ২০০২ সালের পর আর কোনো ভাড়া এমনকি বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। এমন অভিযোগের সত্যতায় গত ২৬ নভেম্বর সকালে শিশুমেলা বন্ধ করে সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

আমিনুল ইসলাম জানান, শিশু মেলা পরিচালনার দায়িত্বে থাকা মেসার্স ভায়া লিমিটেডকে আগামী একবছর প্রতিমাসে ১ লাখ ১১ হাজার টাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দিতে হবে। শিশু মেলা তদারকির জন্য মেয়র আনিসুল হক ১১ জন কাউন্সিলর দিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন।

মেসার্স ভায়া লিমিটেডের মালিক মোস্তাফিজুর রহমানের কাছে বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসি’র পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে শিশু মেলাটি পুরোদমে চালু হবে। টিকিটের মূল্য আগের মতোই থাকবে। নতুন করে টিকিট মূল্য নির্ধারণ করার সুযোগ নেই বলে জানিয়েছেন ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত