দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে উত্তরা গণভবন

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৮:২৭

জাগরণীয়া ডেস্ক

নাটোরের উত্তরা গণভবনের গ্র্যান্ডমাদার হাউস লেক, রাণীমহল, হরিণচূড়া ও আম্রকানন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে।

৮ মার্চ (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণভবনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব স্থান উন্মুক্ত করার কথা ঘোষণা করবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম কাল দুই দিনের সফরে নাটোরে আসছেন। এ সময় তিনি উত্তরা গণভবনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিসংক্রান্ত প্রশিক্ষণ, গণভবন ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসন ক্যাডারে কর্মরতদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। 

একই সঙ্গে তিনি উত্তরা গণভবনের গ্র্যান্ডমাদার হাউস লেক, রাণীমহল, হরিণচূড়া ও আম্রকানন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করবেন। গণভবনে আগত দর্শনার্থীরা দীর্ঘদিন ধরে এসব স্থান দেখার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। ব্যবস্থাপনাগত নানা সমস্যার কারণে গণভবন ব্যবস্থাপনা কমিটি এত দিন এসব স্থাপনা সংরক্ষিত রেখেছিল।

এ উপলক্ষে ৬ মার্চ (মঙ্গলবার) জেলা প্রশাসক শাহিনা খাতুন বিভিন্ন স্কুল–কলেজের স্কাউট সদস্যদের নিয়ে গণভবনে আসেন এবং তিনি নিজ হাতে ময়লা–আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত