বাস্তবের 'ওয়ান্ডার ওম্যান'!

প্রকাশ : ২৫ জুন ২০১৭, ১৭:১৪

জাগরণীয়া ডেস্ক

অ্যালিসিয়া মোন্টানো, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবুও অংশ নিলেন দৌড় প্রতিযোগিতায়। ইউএস ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে নজর কেড়ে নিলেন ৩১ বছরের এই মার্কিন ডিসট্যান্স রানার। নিউ ইয়র্কের এই অলিম্পিয়ান দৌড়বিদকে অনেকে ‘প্রেগনেন্ট রানার’ বলেও ডাকে। কারণ এবারই প্রথম নয়, তিন বছর আগেও অন্তঃসত্ত্বা অবস্থায় দৌড়েছিলেন সাতবারের এই ইউএসএ চ্যাম্পিয়ন।

এবার গতবারের থেকে ১১ সেকেন্ড কম সময় দৌড়েছেন অ্যালিসিয়া। হিটে তিনি সবার পরেই শেষ করেছেন। ফলে এবার আর বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করা হল না তার। কিন্তু দু’বারের ব্রোঞ্জ পদক জয়ী এই বিশ্ব চ্যাম্পিয়ন ট্র্যাকে নামলেন একটা বার্তা পৌঁছে দিতে।  

অন্তঃসত্ত্বা হয়েও সক্রিয় থাকা যায় এই কথাই বলতে চান তিনি। অ্যালিসিয়া বলছেন, ‘‘আমি অনেক ধরনের মানুষের জন্য প্রতিনিধিত্ব করি। তাদের মধ্যে মহিলা, কৃষাঙ্গ মহিলা ও গর্ভবতী মহিলারা রয়েছেন। আমার আওয়াজ তাদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য।’’ 

এদিকে এ ঘটনায় ‘ওয়ান্ডার ওম্যান’ অ্যালিসিয়াকে বাহবাহ জানাচ্ছেন সবাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত