র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন সেরেনা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ০১:২৭

জাগরণীয়া ডেস্ক

সেরেনা উইলিয়ামস জানিয়েছেন তিনি মা হতে যাচ্ছেন। তাই চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না সেরেনার। তবে কোর্টে না নামলে পারলেও দারুণ এক শুভ সংবাদই পেয়েছেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি। 

২৪ এপ্রিল (সোমবার) প্রকাশিত ডব্লিউপিএ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন সেরেনা।

গত বছরের স্টুটগার্ট ওপেন থেকে অর্জিত পয়েন্ট হারান অ্যাঞ্জেলিক কেরবার। যে কারণে কোর্টের বাইরে থেকেও শীর্ষে জায়গা করে নেন সেরেনা। সবচেয়ে বেশি বয়সী নারী টেনিস তারকা হিসেবে শীর্ষস্থান দখল করেছেন মার্কিন তারকা।

অবশ্য খুব বেশি দিন হয়তো শীর্ষে থাকতে পারবেন না প্রেগনেন্সির কারণে মাঠের বাইরে থাকা সেরেনা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া স্টুটগার্ট ওপেনের প্রথম রাউন্ডে জিততে পারলেই সেরেনাকে টপকে শীর্ষে জায়গা করে নিতে পারবেন কেরবার।

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন সেরেনা উইলিয়ামস। তখন ৮ সপ্তাহের গর্ভবতী ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে (২৩) পেছনে ফেলে উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ড-স্লাম জয়ের রেকর্ড গড়েন সেরেনা। বয়স ৩৫ পেরিযেছে। ফলে সন্তান জন্ম দেয়ার পর আগামী বছর কোর্টে ফিরলেও ছন্দ ধরে রাখা তার জন্য কঠিনই হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত