এক দিনেই ড্র-হার-জয়!

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৭, ০১:২৮

জাগরণীয়া ডেস্ক

একই দিনে ড্র, হার ও জয়ের তিন রকম স্বাদই পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। জে-গ্রিন সাকাই লেডিস ফুটবল ফেস্টিভ্যালে ২০ দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এরকম আনন্দ বিষাদের এক দিন কাটালো কৃষ্ণা-স্বপ্নারা!

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ড্র দিয়ে দিন শুরু করা মেয়েরা শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের প্রস্তুতি হিসেবে জাপানের এই প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশের মেয়েরা। শনিবার ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। ১৯তম মিনিটে পাওয়া পেনাল্টি শামসুন্নাহার মিস করলে এসি ইমাবারির সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে দিন শুরু করে কৃষ্ণারা। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে সেরেজো ওসাকা সাকাই গার্লস টিমের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে নাগয়া এফসিকে হারান কৃষ্ণা-মার্জিয়ারা। ২৪তম মিনিটে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন সিরাত জাহান স্বপ্না। প্রথম দফায় প্রতিপক্ষ গোলরক্ষক কৃষ্ণার শট রুখে দিলেও ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত