স্বাভাবিক খেলাই খেলবে বাংলাদেশ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৭, ১৫:৩১

জাগরণীয়া ডেস্ক

রক্ষণাত্মক কৌশল নয় বরং সেমি-ফাইনালে মালদ্বীপের সাথে নিজেদের স্বাভাবিক খেলাই খেলবে বাংলাদেশের মেয়েরা। তিন বারের চ্যাম্পিয়ন ভারতকে রুখে দেওয়ার পর  অল আউট খেলেই প্রথমবারের মতো ফাইনালে ওঠার ছক কষছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এর আগে দুইবার সেমি-ফাইনাল খেলেছে। অন্যদিকে গ্রুপের বাঁধা পেরিয়ে এবারই প্রথম সেরা চারে উঠল মালদ্বীপ। তবে প্রতিপক্ষকে সমীহের দৃষ্টিতেই দেখছেন কোচ। তাই পরিকল্পনা করছেন আক্রমণাত্মক কৌশলের।

“ভারতের বিপক্ষে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি, যেটা আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলাম। তো আমাদের লক্ষ্য মালদ্বীপের বিপক্ষে অলআউট ফুটবল খেলা।”

তিনি আরো বলেন, “প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ অবশ্যই শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় ভারত ও নেপাল সবচেয়ে এগিয়ে; বাকিরা সবাই সমান। আপনারা জানেন, এখন সব দেশ মেয়েদের ফুটবল নিয়ে কাজ করছে এবং সবাই উন্নতি করছে। যেহেতু সেমি-ফাইনাল খেলা, সেহেতু কাউকে খাটো করে দেখার কিছু নেই। আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইনালের ওঠার চেষ্টা করব।”

গোলরক্ষক সাবিনা আক্তারও সুর মেলালেন কোচের সঙ্গে, “ওরাও শক্তিশালী দল। যখন যে দলের সঙ্গে খেলব, তাদেরকে শক্তিশালী মনে করতে হবে। কোনোভাবেই কোনো দলকে দুর্বল ভাবা যাবে না। তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ফাইনালে উঠতে চাই।”

অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল পাওয়ায় এই ফরোয়ার্ড লক্ষ্য পূরণের প্রশ্নে আরও বেশি আশাবাদী বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। 

“গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠায় আমি ভীষণ খুশি। এখন আমার একটাই লক্ষ্য-ফাইনালে ওঠা। এ মুহূর্তে আর কোনো ভাবনা নেই আমাদের। সেরাটা দিয়ে লক্ষ্য পূরণ করতে চাই।”

অন্যদিকে বাংলাদেশকেই ফেভারিট মানছেন প্রথমবারের মতো মালদ্বীপকে সাফের সেমি-ফাইনালের মঞ্চে তোলা কোচ নাওকো কাওমাতো।

“বাংলাদেশ দুইবার সেমি-ফাইনাল খেলেছে। আমরা এবারই প্রথম। আমার চোখে ওরাই ফেভারিট।”

উল্লেখ্য, গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নিজেদের শেষ ম্যাচে ভারতকে প্রথমবারের মতো ড্রয়ে রুখে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এখন প্রথমবারের মতো ফাইনালে ওঠার সমীকরণ মেলানোর পালা সাবিনাদের।

ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নেপাল লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের সঙ্গে। গত তিন আসরে এ দুই দলই ফাইনাল খেলেছে; প্রতিবারই শিরোপা জিতেছে ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত