২৯ বছর বয়সেই অবসর নিলেন ইভানোভিচ

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৬, ২০:০৯

অনলাইন ডেস্ক

সাবেক নম্বর ওয়ান তারকা আনা ইভানোভিচ মাত্র ২৯ বছর বয়সেই টেনিস থেকে অবসর নিলেন। 

বুধবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এমনটা জানিয়েছেন এই সার্বিয়ান টেনিস তারকা। অবসরের কারণটা খুব স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে চোটের কারণেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সাবেক ফ্রেঞ্চ ওপেন বিজয়ী ইভানোভিচ।

কেননা গত দুই বছর ধরে চোটের সঙ্গে লড়াই করে আসছেন ইভানোভিচ। এর ফলে ফর্মহীনতায়ও ভুগছিলেন তিনি। ফলে অবশেষে তিনি অবসরের সিদ্ধান্তই নিয়ে ফেললেন।

৫ বছর বয়সেই র‌্যাকেট হাতে তুলে নেন সার্বিয়ান তারকা ইভানোভিচ। ২০০৮ সালে জেতেন ফরাসি ওপেনের শিরোপা। আর ঐ বছরই তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা হন। ১২ সপ্তাহ তিনি এ কৃতিত্ব ধরে রাখেন।

এ বছরের শুরুতে ইভানোভিচ বিয়ে করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার বাস্তিয়ান সোয়েনস্টাইগারকে। আর তিনি জানিয়েছেন অবসরের পর তিনি ফ্যাশন বিষয়ক ব্যবসায় জড়াবেন নিজেকে। যা তাকে আরও বেশি করে ইউনিসেফের সঙ্গে সম্পৃক্ত করবে। কেননা তিনি এই সংস্থাটির জাতীয় রাষ্ট্রদূত পদে রয়েছেন।