আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৬, ১৪:০৫

জাগরণীয়া ডেস্ক

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম বাংলাদেশ দলের বোলার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেটে আরো একটি গৌরব বয়ে আনলেন সেই মোস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা (২০১৬) উদীয়মান ক্রিকেটার হয়েছেন ২১ বছর বয়সী এ বাঁহাতি পেসার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির অ্যাওয়ার্ড পাচ্ছেন মুস্তাফিজ।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় মুস্তাফিজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এই সময়ে তিন ওয়ানডেতে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।

মুস্তাফিজুর রহমান জন্ম ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায়। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাহাতি মিডিয়াম বোলিং করে। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করে। ঘরোয়া প্রথম-শ্রেণির ক্রিকেটে আবাহনী লিমিটেড, খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি। এছাড়া ২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি ‘সানরাইজার্স হায়দ্রাবাদ’ দলে খেলছেন। 

আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত