অলিম্পিক স্বর্ণ পদক হারালেন জারিপোভা

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৬, ১৩:২৭

জাগরণীয়া ডেস্ক

রাশিয়ান অ্যাথলেট ইউলিয়া জারিপোভার অলিম্পিক স্বর্ণ পদক কেড়ে নেওয়া হলো।

সোমবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, ২০১২ সালের লন্ডন অলিম্পিকে মেয়েদের তিন হাজার মিটার স্টিপ্লিচেজে (হার্ডলস দৌড়) সোনা জিতেছিলেন রাশিয়ান প্রতিযোগী। কিন্তু পরে রক্ত পুনঃপরীক্ষণে তার রক্তে নিষিদ্ধ টিউরিনাবোল পাওয়া গেছে। অর্থাৎ ডোপপাপী প্রমাণিত হওয়ায় তার পদক বাতিল করা হয়।

এর আগে ২০১৫ সালে রাশিয়ান অ্যান্টি ডোপিং এজেন্সি (রুসাডা) জারিপোভাকে আড়াই বছর নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই টনক নড়ে বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থার। তার ফলেই রাশান সুন্দরীর রক্ত দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়। যখন স্পষ্ট অসঙ্গতি ধরা পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত