শুরু হলো জুনিয়র টেনিস প্রতিযোগিতা

প্রকাশ : ০৩ জুন ২০১৬, ১৩:৩৫

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হলো ‘২য় জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০১৬’।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা চলবে ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত।

শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন, মেজর মোঃ ইয়াদ আলী ফকির (অবঃ), সাধারণ সম্পাদক জনাব মীর খুরসিদ আনোয়ার, সগস্য জনাব লুৎফর রহমান ছান্টু উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অনুর্ধ ৮, ১০, ১২, ১৪ ও ১৬ বছর- বালক ও বালিকা এককে মোট ১০টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় জাতীয় টেনিস কমপ্লেক্স, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, ঝালকাঠি টেনিস ক্লাব, ঢাকা ক্লাব লি:, গুলশান ইয়ুথ ক্লাব, ব্রাহ্মনবাড়ীয় জেলা ক্রীড়া সংস্থা হতে মোট ৮৬ জন বালক/বালিকা অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী দিনে এখন পর্যন্ত হয়ে যাওয়া ম্যাচগুলোতে বালক ১৪ ম্যাচে রাজশাহীর ইমনকে ৪:০, ৪:৫, ৪:০-তে হারিয়ে এলিট টেনিস একাডেমির জুয়েল বিজয়ী হয়। বালিকা ১৪ ম্যাচে বিকেএসপি-র সাদিয়াকে ৪:০, ৪:০-তে হারিয়ে জয় পান একই প্রতিষ্ঠানের ইতি আক্তার। কোয়াটার ফাইনালের বালক ১৬ এর ম্যাচে বিকেএসপি- ইসতিয়াককে ৫:৪, ৪:০-তে পরাজিত করে একই প্রতিষ্ঠানের মেহেদি বিজয়ী হয়। এছাড়া বালক ১৬ এর অন্য ম্যাচে টেনিস ফেডারেশনের আফ্রিদিকে ৪:৩, ১:৪, ৪:৩-তে হারিয়ে শান্তরয় জয়লাভ করে।

রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার অন্যান্য ম্যাচ এখনো অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত