ইউএস ওপেন থেকে সেরেনার বিদায়

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৬

জাগরণীয়া ডেস্ক

ইউএস ওপেনের ফাইনালে আর খেলা হলো না টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। নিজের চেয়ে ১০ বছরের ছোট ক্যারোলিনা প্লিসকোভার কাছে ৬-২, ৭-৬ (৭-৫) সেটে হেরে বিদায় নিলেন তিনি। হেরে গিয়ে সেরেনা যেমন চমকে গেছেন তেমনি দশা হয়েছে ক্যারোলিনা প্লিসকোভারও। কারণ এর আগে কখনই গ্ল্যান্ড স্লামের তৃতীয় রাউন্ড-ই পার হতে পারেননি চেক প্রজাতন্ত্রের এ খেলোয়াড়। তাই সেরেনাকে হারিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত ক্যারোলিনা।

টুর্নামেন্টের আগে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন সেরেনা। খেলা শেষ হওয়ার পরেই জানিয়েছেন সে দুর্ঘটনার কথা। তারপরও সেরেনা প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে ভুললেন না।

বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা বললেন, ক্যারোলিনা আজ অনেক ভালো খেলেছে। আমি মনে করি সে যদি একটু খারাপ খেলতো হয়তো আমি জিততে পারতাম। আমি নিজের শতভাগ আজ দিতে পারিনি। কিন্তু ক্যারোলিনাও অনেক ভালো খেলেছে। সে এ জয় পাওয়ার যোগ্য। ইউএস ওপেনের ফাইনালে ক্যারোলিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন জার্মানির অ্যাঙ্গলিকিউ কেরবেরকে।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পয়িন কেরবের ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকিকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন।

সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত