দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি বাংলাদেশ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৭

জাগরণীয়া ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে প্রতিনিধিত্ব করছে লাল- সবুজের আঁখি-মারিয়ারা।

বাছাইপর্বের প্রথম রাউন্ডে ঘরের মাঠে 'এফ' গ্রুপের সব দলকে হারিয়েছে লাল-সবুজের কিশোরীরা। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়া আর কোন দেশই প্রাথমিক বাছাইপর্ব উৎরাতে পারেনি। 

গ্রুপ 'এ' এর আয়োজক ছিল শ্রীলংকা। তাদের গ্রুপে ছিল চীন, জর্ডান, উজবেকিস্তান ও গুয়াম। কিন্তু তারা বাছাইপর্ব পেরোতে পারেনি।

বাংলাদেশ-শ্রীলংকার মতো গ্রুপ 'ই'র আয়োজক ছিল নেপাল। তাদের সঙ্গে ছিল মিয়ানমার, ফিলিপাইন ও মালয়েশিয়া। ঘরের মাঠে নেপালও ব্যর্থ হয়েছে।

'বি' গ্রুপে রানার্স আপ হয়েও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ভারত।

এর আগে ২০১৬ সালেও বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু এবার বাছাইপর্বে গতবারের চেয়ে এবার দলের সংখ্যা বেড়ে যাওয়ায়  ছয় গ্রুপের চ্যাম্পিয়ন এবং দুটি রানার্সআপ নিয়ে দ্বিতীয় রাউন্ড বলে আরেকটি ধাপ রাখা হয়েছে। তবে চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২৭ গোল দিয়ে গ্রুপ সেরা বাংলার বাঘিনীরা দ্বিতীয় রাউন্ডেও দাপিয়ে বেড়াবে সেই আশাবাদ ব্যক্ত করেছে।

আগামী বছরের ফ্রেবুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। খেলাটির ভেন্যু এখনো ঠিক হয়নি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত