কোর্টে পোশাক পরিবর্তন, তোপের মুখে টেনিস তারকা

প্রকাশ : ৩০ আগস্ট ২০১৮, ১৪:২০

জাগরণীয়া ডেস্ক

ফরাসি নারী টেনিস তারকা আলিযে করনেটের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ এনেছে ইউএস ওপেন কর্তৃপক্ষ।

গত ২৯ আগস্ট (মঙ্গলবার) ইউএস ওপেনে সুইডেনের জোয়ানা লারসনের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে হঠাত খেয়াল করলেন টি-শার্ট উল্টো করে পরেছেন। খেলা থামিয়ে উন্মুক্ত কোর্টে দাঁড়িয়েই শার্ট খুলে আবার ঠিকমত পরলেন। এরপরই তার বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনে কর্তৃপক্ষ। আলিযে করনেটকে কোর্টেই হুঁশিয়ার করে দেন ম্যাচের চেয়ার আম্পায়ার। ১০ সেকেন্ডের মধ্যে পোশাক পরিবর্তনের ঐ সময়ে ফরাসি তারকার আলিযের বক্ষবন্ধনী দেখা যাওয়ায় ইউএস ওপেনের শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইউএস ওপেন কর্তৃপক্ষ।

এদিকে, কর্তৃপক্ষের বিবৃতির পর সমালোচনার ঝড় উঠেছে নারী টেনিস খেলোয়াড়দের থেকে। নারী-পুরুষে বৈষম্য করছে বলে টুইটারে ইউএস ওপেন কর্তৃপক্ষকে ধুয়ে দিচ্ছেন সাবেক-বর্তমান নারী তারকারা।

স্কটিশ নারী টেনিস কোচ ও তারকা অ্যান্ডি মারের মা জুডি মারে টুইটারে লিখেছেন, আলিযে কিছুক্ষণ আগেই ১০ মিনিট গরমের বিরতি কাটিয়ে কোর্টে ফিরেছিল। তার নতুন টি শার্টটি উল্টো ছিল। সে কোর্টে পরিবর্তন করে পরিষ্কার নিয়ম ভেঙেছে। অখেলোয়াড়সুলভ আচরণ! তবে ছেলেরা চাইলে কিন্তু কোর্টে পোশাক পরিবর্তন করতে পারে।

সেই টুইটের নীচেই অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা কেসি ডেলাকোয়া উত্তর করেছেন, ‘হাস্যকর’!

শীর্ষ টেনিস তারকানোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারের কোর্টে খালি গায়ের ছবি তুলে ধরে লিখেছেন, ‘এবার কী নিয়ম ভঙ্গ হয়নি?’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত