কিশোরীদের গোলের বন্যায় ভেসে গেলো মালয়েশিয়া

প্রকাশ : ৩০ মার্চ ২০১৮, ১৪:৪৩

জাগরণীয়া ডেস্ক

হংকংয়ে জকি ক্লাব নারী ফুটবল প্রতিযোগিতায় গোলের বন্যায় মালয়েশিয়াকে ভাসিয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। চার জাতির টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০-১ গোলের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে রীতিমত উৎসবে মেতেছে বাংলাদেশের কিশোরীরা।

খেলার প্রথমার্ধে ৬-০ গোলে মাঠ কাঁপায় কিশোরী বাঘিনীরা। দ্বিতীয়ার্ধে আরও ৪ টি গোল করে বিধ্বস্ত করে দেয় প্রতিপক্ষের ডিফেন্সকে। জোড়া গোল করে ম্যাচ উদযাপন করেন তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। গোলের বন্যায় ১ টি করে গোল করে নিজেদের তেজ দেখান সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার জুনিয়র।

গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অ-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছেন এই অদম্য কিশোরীরা। এবার হংকং এর বুকে লাল-সবুজ পতাকা ওড়াচ্ছে বাংলাদেশ।

আগামি ৩১ মার্চ ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দামাল কিশোরীরা। এদিকে, দিনের অপর ম্যাচে স্বাগতিক হংকং এর বিপক্ষে মাঠে নামবে ইরান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত