‘উন্নয়ন কার্যক্রমে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় খুবই জরুরি’

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৪২

জাগরণীয়া ডেস্ক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রম সুষম করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি।

তিনি ১৭ জানুয়ারি (বুধবার) রাজধানীর মহাখালী টিএন্ডটি খেলার মাঠে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে কিশোরীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একই রকম উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। ক্ষেত্র এ কার্যক্রমে সমন্বয়হীনতা দেখা যায়। এতে সঠিক উন্নয়ন হয় না।

তিনি বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরে, প্রতিমন্ত্রী বার্ষিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

সারা দেশে ব্র্যাকের ৫ হাজার কিশোরী ক্লাবের মধ্যে জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তারই ধারাাবাহিকতায় ১৭ জানুয়ারি (বুধবার) জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রাজশাহী ও ময়মনসিংহ টিম।

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত