শুরু হতে যাচ্ছে মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট লীগ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৬

জাগরণীয়া ডেস্ক

মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ অবশেষে শুরু হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে মেয়েদের এ টুর্নামেন্টে। ১০ সেপ্টেম্বর (রবিবার) মিরপুরের মিডিয়া সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাহানারা-রুমানাদের দলবদল। লীগে অংশ নেবে নয়টি দল। খেলা অনুষ্ঠিত হবে বিকেএসপিতে।

জাতীয় দলের তারকা মেয়ে ক্রিকেটারদের কেউই দল বদলাননি। অধিনায়ক রুমানা আহমেদ থাকছেন রূপালী ব্যাংকে, সঙ্গে আছেন আয়েশা রহমান শুকতারা। গত আসরে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রুমানা আহমেদের রূপালী ব্যাংক। এছাড়া পেস বোলার জাহানারা আলম আবাহনীতে, সালমা খাতুন থাকছেন মোহামেডানে। আর্থিক সংকটের কারণে ভালো দল গড়তে পারেনি পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান। প্রিমিয়ার লীগ খেলতেই চায়নি ক্লাবটি। খেলোয়াড়দের অনুরোধেই শেষ পর্যন্ত রাজি হয়েছেন কর্মকর্তারা। মেয়েদের প্রিমিয়ার লীগ শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু মাঠ সংকটের কারণে তখন লীগ পিছিয়ে দেয় বিসিবি। 

এরপর আবারও জুলাইয়ে লীগ শুরুর কথা আলোচনা হয়। কিন্তু তখন টানা বৃষ্টি থাকার কারণে ক্লাবগুলো খেলতে রাজি হয়নি। অবশেষে ২০১৬-১৭ মৌসুমের লীগ শুরু হচ্ছে সেপ্টেম্বরে। দেরিতে হলেও টুর্নামেন্ট শুরু হতে যাওয়ায় খুশি মেয়েরা। 

আবাহনীর অধিনায়ক জাহানারা আলম জানান, ‘আমি দারুণ খুশি। বিভিন্ন কারণে সময়মতো লীগটা আয়োজন করতে পারেনি বিসিবি। এবার আমার আবাহনী ভালো দল গড়েছে। আশা করছি ভালো কিছু করতে পারব।’ 

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লীগে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে মোহামেডান। লীগে অংশ নেয়া দলগুলো হল- রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, খেলাঘর সমাজকল্যাণ সমিতি, মোহামেডানে স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটিডে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), গুলশান ইয়ুথ ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, কলাবাগান ক্রীড়া চক্র ও হিল্লোল যুব সংঘ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত