'তালিকা প্রকাশের প্রশ্নই আসে না'

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৪

জাগরণীয়া ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ আমরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান। 

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, পর্ন সাইটে প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করার কথা জানিয়েছেন তারানা হালিম। আন্তর্জাতিক পর্ন সাইটগুলোর বিষয়ে তিনি বলেন, এসব সাইটের ক্ষেত্রে আমরা এমন একটি কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছি যাতে এসব সাইটে প্রবেশকারীদের পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে। তাই পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে পর্ন সাইটে প্রবেশে বিরত থাকবে।’ এ খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর বক্তব্যের পক্ষে-বিপক্ষে বিশ্লেষণমূলক প্রতিক্রিয়া লিখেছেন তথ্যপ্রযুক্তিবিদ-গণমাধ্যমকর্মীসহ অনেকে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিষয়টি পরিষ্কার করেন তারানা হালিম। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোন কথা কখনই বলিনি।এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর। কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরণের ভিত্তিহীন রটনা পড়ে সত্যতা যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। সভ্যতা, ভব্যতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই। আমরা হয়তো কোন পদে আছি- কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিন গ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?’

পর্ন সাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেবার অধিকারও আছে। কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই। সত্য হচ্ছে, আমরা দেশের ভেতরের পর্ন সাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করেছি। তারা দেশের ভেতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে (কোন ব্যক্তির নয়)। দেশের ভেতরের পর্ন সাইটগুলো বন্ধ করতে ISP ও IIG'রা পদক্ষেপ নিবে। যদিও রিপোর্টটি এখনও হাতে পাইনি। বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি সত্তর ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে।’

পর্ন সাইট নিয়ন্ত্রণের বিষয়ে সবার মতামত আহ্বান করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি কতগুলো কাজের কথা বলেছি, সবই কিন্তু করেছি, করছি। এটাও করতে চাইছি। কারণ একাধিক পত্রিকার খবরে দেখলাম, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্ন-আসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু কারো নামের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না। যারা আমাকে নিয়ে ট্রল করছেন, তাদেরকে অনুরোধ করছি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান।

তিনি আরও বলেন, ‘ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম- এখানে প্রত্যেকেই নিজে নিজ রাজ্যের রাজা। কিন্তু রাজা হলেই জুলুম করা যায় না।  কলম থাকলেই সাংবাদিক হওয়া যায় না। দু’একদিন মিছিলে গেলেই রাজনীতিবিদ হওয়া যায় না। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আসুন, আমরা মানুষ হই। কাউকে ছোট করে কিছু লেখার আগে শতবার ভাবি। কারণ, মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ। চলুন, এ কাজটি করি সবার আগে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত