শেষ হলো ‘সার্ক টেক সামিট ২০১৭’

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৭, ২২:৪২

অনলাইন ডেস্ক

ডিজিটাল ট্রান্সফরমেশন বা ডিজিটাল রূপান্তরকে গুরুত্ব দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সার্ক টেক সামিট ২০১৭ শেষ হয়েছে। সিটিও ফোরাম বাংলাদেশ ও ইনফোকম কলকাতা এ সামিটের আয়োজন করে। 

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তারানা হালিম বলেন, সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এবং নারী ও প্রবীণ জনগোষ্ঠীকে দেশের ডিজিটাল রূপান্তরের আওতায় নিয়ে আসাকে সরকার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।

সামিটের শেষ দিনে আইওটি, ক্লাউড, রিস্ক ম্যানেজমেন্টসহ মোট ৬টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দেশ বিদেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞগণ। এর আগে ১১ আগস্ট (শুক্রবার) সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।