ফেসবুক লাইভে আসছে বিজ্ঞাপন সম্প্রচারের সুবিধা

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ১৪:২৭

জাগরণীয়া ডেস্ক

ফেসবুকের লাইভ ভিডিও প্ল্যাটফর্মে শিগগিরই যুক্ত হচ্ছে বিজ্ঞাপন সমর্থনের সুবিধা। প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটিতে ‘হাতেগুণা কিছু প্রকাশকদের’ জন্য এই সেবা চালু করা হবে।

সেবাটি যুক্ত হলে ১৫ সেকেন্ড বা তার কম দৈর্ঘ্যের বিজ্ঞাপন সম্প্রচার করা যাবে। তবে লাইভ স্ট্রিমিং শুরুর পাঁচ মিনিট পর থেকে বিজ্ঞাপন দেখানো যাবে, আগে নয়।

এ ব্যাপারে এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমিংয়ে সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতি ঢুকানোর অপশন আনতে যাচ্ছি। শুরুতে পরীক্ষামূলকভাবে অল্প সংখ্যক প্রকাশকদের জন্য সেবাটি যুক্ত করা হচ্ছে।’

ফেসবুকের আয়ের বড় একটা অংশ আসে বিজ্ঞাপন থেকে। এখন যদি লাইভ স্ট্রিমিংয়ে বিজ্ঞাপন সম্প্রচারের সেবা যুক্ত হয় তবে তাদের আয়ের পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে। সেই আশায়ই নতুন সেবা আনতে যাচ্ছে সংশ্লিষ্টরা, এই মতামত বিশ্লেষকদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত