ওয়ানপ্লাস ৫ পাচ্ছে আরো পাতলা দেহ

প্রকাশ : ০৪ জুন ২০১৭, ১৯:৫৫

জাগরণীয়া ডেস্ক

অসংখ্য ব্র্যান্ডের ভিড়ে ভক্তদের হাতছাড়া করতে চায় না ওয়ানপ্লাস। এদের ফোনগুলো দারুণ জনপ্রিয় গোটা বিশ্বে। বরাবরের মতো এবারও চমক আনছে স্মার্টফোন নির্মাতা। সম্প্রতি ওয়ানপ্লাস ৫ এর বাক্সের ডিজাইনটা ভক্তদেরই পছন্দ করতে বলেছে নির্মাতা।  

ওয়ানপ্লাস ৫-কে বলা হচ্ছে সবচেয়ে পাতলা ফ্ল্যাগশিপ। ইতিমধ্যে একটি টিজার ইমেজও প্রকাশ করেছে তারা। এর কিছু স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। আগের ওয়ানপ্লাস ৩টি এর দেহ বেশ পাতলা। কিন্তু এবারের মডেলটি আরো অনেক স্লিম হবে।  

প্রতিষ্ঠানের সিইও পেটে লাও অবশ্য বলেই দিয়েছেন যে, ওয়ানপ্লাস ৫ হবে এযাবৎকালের সবচেয়ে পাতলা ফোন।  

ফাঁসকৃত ছবিতে বড়সড় ডুয়াল ক্যামেরা দেখা গেছে পেছনে। চাইনিজ মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবো-তে আরো কিছু তথ্য ফাঁস হয়েছে। সেখানে বলা হয়েছে, ফোনটি আসেছে ৩৩০০এমএএইচ ব্যাটারি নিয়ে। আগেরটার চেয়েও কিছুটা কম শক্তির। তবে দেহটা পাতলা দেখেই এমনটা হবে।  

টিজার থেকে বলা যায়, খুব তাড়াতাড়িই আসবে ওয়ানপ্লাস ৫। থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি। সামনের দিকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সূত্র: গেজেটস 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত