নারীদের নিয়ে প্রোগ্রামিং ক্যাম্প

প্রকাশ | ২১ মে ২০১৭, ১৯:৫৩

অনলাইন ডেস্ক

 

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ঢাকায় হয়ে গেল ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং ক্যাম্প ২০১৭’।

১৭ মে থেকে লালমাটিয়ায় চলা এ আয়োজনে ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ২০ মে (শনিবার) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেন আইসিটি বিভাগের উপসচিব মাহবুবে পান্না ও বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।