অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাল আইএসপিএবি

প্রকাশ : ১৯ মে ২০১৭, ০১:৫৪

জাগরণীয়া ডেস্ক

শিক্ষার্থীদের অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাতে কিশোরগঞ্জের ইটনায় ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা করেছে ইন্টারনেট সার্ভিস প্রভাইডাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৫০ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণ দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার ও বিজয় কম্পিউটারের প্রধান নির্বাহী জেসমিন জুই।

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত