ইউটিউব মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিং করা যাবে

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৭, ১৮:০৪

জাগরণীয়া ডেস্ক

গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে লাইভ স্ট্রিমিং আরও সহজ করছে প্রতিষ্ঠানটি। এ সেবা গত ফেব্রুয়ারিতে চালু করে গুগল। এখন এক হাজার সাবস্ক্রাইবার আছে—এমন কেউ সহজেই মোবাইলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন।

মোবাইল লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। ফেসবুক ও টুইটারে সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে গুগলের। 

এর আগে যে ইউটিউব চ্যানেলে কমপক্ষে ১০ হাজার সাবস্ক্রাইবার আছে, তাদের কেবল মোবাইল থেকে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ দিত গুগল। ইউটিউবের সাপোর্ট পেজে এ বিষয় নিশ্চিত করা হয়েছে। যখনই এক হাজারের বেশি সাবস্ক্রাইবার যুক্ত হবে, তখনই ক্রিয়েটর স্টুডিও টুলস ব্যবহার করে লাইভ স্ট্রিমিং অপশন চালু করা যাবে।

এ জন্য অ্যান্ড্রয়েড ৬.০ বা পরের সংস্করণ এবং আইওএস ৮ ও এর পরের সংস্করণের মোবাইল লাগবে। ওই ডিভাইসে ইউটিউব মোবাইল অ্যাপ চালু করে ক্যাপচার বাটন চেপে লাইভ স্ট্রিমিং করা যাবে। ইউটিউব এ ভিডিওগুলো আর্কাইভ করে রাখবে। এগুলো প্রাইভেসি সেটিংস দিয়ে রাখা বা মুছে ফেলার ক্ষমতা থাকবে ব্যবহারকারীর।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত