ভারতে ব্যালিস্টিক মিসাইল তৈরির গল্পের পিছনে নারী

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৭, ১৫:২০

জাগরণীয়া ডেস্ক

ভারতের ‘সুপারহিরো’ তিনি নন, কিংবা কোনও সুপারস্টার। যুদ্ধক্ষেত্রে লড়াই করা হাজার হাজার সেনার কথা আমরা প্রতিনিয়ত শুনি। কিন্তু জানেন কী, ভারতের ব্যালিস্টিক মিসাইল তৈরির গল্পের পিছনে রয়েছে এই নারী। যিনি BMD বলে পরিচিত।

শশীকলা সিনহা, ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিলেন তিনি। ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় বেশ কিছুটা এগিয়েই ছিলেন তিনি। বাবা বলেছিলেন, ‘অন্যরা মুখস্থ করে, তোমাকে অঙ্কটা বুঝতে হবে। সেটাই করতেন শশীকলা। চাকরি পেয়েছিলেন DRDO-তে। বছর খানেক পর সেই চাকরি ছেড়ে পড়তে যান আইআইটি খড়গপুরে। এরপর তিনি Society of Microwave Engineering-এ কাজ শুরু করেন। কিন্তু সন্তান হওয়ার সময় সেই কাজ ছেড়ে দিতে হয় তাকে। ১৯৮৯ সালে জন্ম নেয় তার প্রথম কন্যাসন্তান পবিত্র। শশীকলার বাবা ছিলেন আর্মি ইঞ্জিনিয়ার, স্বামী ছিলেন নেভিতে। কিন্তু এক দুর্ঘটনায় হারাতে হয় স্বামীকে। দুই মেয়েকে নিয়ে একা হয়ে পড়েন তিনি।

এরপর ফের যাত্রা শুরু হয় DRDO-র সঙ্গে। কাজ শুরু করেন রিসার্চ সেন্টার ইমারতে। এই ল্যাবেই মিসাইল সিস্টেম, গাইডেড ওয়েপন নিয়ে হয় গবেষণা। যখন তিনি ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ শুরু করেন, তখন ভারত এই ধরনের মিসাইল আমদানি করতেই ব্যস্ত। কেউ তাঁকে বিশেষ সহযোগিতা করেনি। অ্যাডভান্স কোডিং আর প্রোগ্রামিং করে অসম্ভবকে সম্ভব করে তুলতে মরিয়া হয়ে ওঠেন শশীকলা। প্রবল পরিশ্রম করেন। তার পুরস্কার স্বরূপ ২০০৭ সালে তিনি ‘অগ্নি অ্যাওয়ার্ড’ পান। এরপর ২০১২ তে ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রজেক্টের ডিরেক্টর হন তিনি। 

তিনি জানান, ইতোমধ্যেই ৯০ শতাংশ কাজ সেরে ফলেছেন তিনি। বাকি ১০ শতাংশের জন্য প্রবল দক্ষতা দিয়ে কাজ করতে হবে। আর শশীকলাই তিনি, যাঁর হাত ধরে ভারত জায়গা করে নিয়েছে বিশ্বের সেইসব দেশগুলোর সঙ্গে যাদের কাছে রয়েছে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স। 

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত