বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রূণ

প্রকাশ : ০৪ মার্চ ২০১৭, ১২:৫৬

জাগরণীয়া ডেস্ক

ইঁদুরের স্টিম সেল ব্যবহার করে কৃত্রিম ভ্রূণ তৈরি করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, এ ক্ষেত্রে এটিই বিশ্বের সফল পদক্ষেপ।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই কৃত্রিম ভ্রূণ তৈরি করেছেন। তারা জানিয়েছেন, দুই ধরনের স্টিম ব্যবহার করেছেন। থ্রি-ডি প্রযুক্তির সাহায্যে ইঁদুরের ভ্রূণের কাছাকাছি গঠনের কৃত্রিম ভ্রূণ তৈরি করার চেষ্টা করেছেন তারা।

গবেষকরা আশা করছেন, কৃত্রিম ভ্রূণ তৈরির এই সাফল্য গর্ভধারণ চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ছাড়া ভ্রূণের প্রাথমিক গঠন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেবে তাদের গবেষণা।

মানব ভ্রূণের ওপর গবেষণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং এ ধরনের প্রথম পদক্ষেপের পর তা নিষিদ্ধ করা হয়।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের গবেষণাপত্র সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। এমব্রিয়নিক স্টিম সেল এবং প্লাসেন্টা থেকে তৈরি এক্সট্রা এমব্রয়নিক ট্রফোব্লাস্ট স্টিম সেল থেকে এই কৃত্রিম ভ্রূণ তৈরি করেছেন তারা।

গবেষণাদলের প্রধান অধ্যাপক ম্যাগডালিনা জেনরিকা গোয়েৎজ বলেন, ‘আমরা জানি, ভ্রূণের গঠনের জন্য ভিন্নধর্মী কোষের মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নজির স্থাপনকারী ঘটনা হলো- আমাদের কাজ থেকে প্রতীয়মান হয়েছে, এটি প্রকৃত অংশীদারত্বের উদাহরণ- এই কোষগুলো একে অপরকে গাইড কারতে পারে।’

সূত্র : বিবিসি অনলাইন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত