ইজিরাইড অ্যাপস আসছে জানুয়ারিতে

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৬, ১৪:৫৭

জাগরণীয়া ডেস্ক

২০১৭ সালের শুরুতেই গ্রাহকদের জন্য আসছে ইজিরাইড নামের একটি স্মার্টফোন অ্যাপস। 

শুক্রবার (১৮ নভেম্বর) ফেসবুকের বাংলাদেশি জনপ্রিয় গ্রুপ ‘ডেসপারেটলি সিকিং সোলমেট’ (ডিএসএস)-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ইজিরাইড অ্যাপসটির আগাম ঘোষণা দেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের পরিচালক আহাদ রানা। 

আগামী জানুয়ারি থেকে অ্যাপসটির কার্যক্রম শুরু হবে। আহাদ রানা জানান, শহরের রাস্তায় সিএনজি অটোরিকশা এখন আর মিটারে যেতে চায় না, বাসে কোথাও যাওয়া কষ্টকর। ইজিরাইড অ্যাপসের মাধ্যমে এই ঝামেলা থেকে শহরবাসী কিছুটা হলেও রক্ষা পাবেন। আর অল্প ভাড়ায় নিশ্চিত হবে গন্তব্য।  

এ ছাড়া তিনি আরও জানান, যেকোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করে সহজেই বাইক, প্রাইভেট গাড়ি এবং মালামাল আনা নেওয়ার জন্যে পিকআপ ভ্যান পাবেন। আর বিশ্বাসযোগ্যতার জন্যে বাইক অথবা গাড়িচালকের ৪ ধাপে পরিচয়পত্র ডাটা সেন্টারে রাখা হবে। যাতে অপরাধ ঘটার সম্ভাবনা না থাকে।  

সিমুড ইভেন্টসের সার্বিক তত্ত্বাবধানে ডিএসএসের সোলমেট ডে অনুষ্ঠানে মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুকের টপটেনের ২০ জন অংশগ্রহণকারীকে দিয়ে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যার কোরিওগ্রাফিতে ছিলেন কোরিওগ্রাফার রিজভী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজে রাহাত, ইমতু, অন্তু করিম ও বুলবুল টুম্পা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত