আসছে ফটোগ্রাফারদের মনের মতো স্মার্টফোন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১২:৫৯

জাগরণীয়া ডেস্ক

এখন ছোট বড় সকলের মধ্যে ছবি তোলার ধুম। এই ছবিকে কেন্দ্র করে আরও অনেক মানুষকে স্মার্টফোনে আগ্রহী করতে ক্যামেরা সংস্থা কোডাক নিয়ে আসছে ‘একত্রা’ নামের একটি স্মার্টফোন। 

এই ফোনে রয়েছে এক অন্য ধরণের নকশা ও পেছনে বিশাল এক ক্যামেরা লেন্স। এর ফলে স্মার্টফোনটি দিয়ে ডিএসএলআরের মতো নানা মোড ও ফিচার ব্যবহার করা যাবে। ইউরোপের বাজারে দাম করা হয়েছে ৪৯৯ ইউরো। একত্রা ফোনটি তৈরি করেছে লন্ডনের বুলিট গ্রুপ। 

বুলিটের তথ্য অনুযায়ী, একত্রার পেছনে রয়েছে 21 মেগাপিক্সেল ফাস্ট ফোকাস সেন্সর, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

এতে ডিএসএলআরের বিভিন্ন মোড থাকায় ফটোগ্রাফারদেরও নানা সুবিধা হবে। 5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে 2.3 গিগাহার্টজ হেলিও এক্স 20 ডেকাকোর প্রসেসর, 3 জিবি র‍্যাম, 32 জিবি ইন্টারনাল স্টোরেজ, 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ইউএসবি টাইপ সি সুবিধা আছে। 

গত বছর ‘আইএম5’ স্মার্টফোন তৈরি করে যাত্রা শুরু করে একসময়ের জনপ্রিয় ক্যামেরা নির্মাতা কোডাক। কিন্তু কোডাকের স্মার্টফোন খুব বেশি জনপ্রিয় হয়নি। এবারের নতুন স্মার্টফোন এনে জনপ্রিয়তা ধরার চেষ্টা করছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত