হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের নতুন চমক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১২:৫২

জাগরণীয়া ডেস্ক

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো এক নতুন চমক। এখন থেকে ভিডিও কলিংয়ের সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। অ্যান্ড্রয়েড সিস্টেমে ভিডিয়ো কলিং ফিচার লঞ্চ করল বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। 

গত সপ্তাহে উইন্ডোজ ইউজারদের জন্য ভিডিয়ো-কলিংয়ের ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। 

এবার ওই সুবিধা ভোগ করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররাও। হোয়াটসঅ্যাপ-এ ভিডিয়ো কল করতে হলে ক্লিক করতে হবে কলিং বাটনে। 

সেখানেই দু’টি অপশন মিলবে, ‘ভয়েস’ ও ‘অডিয়ো’। ওই ফিচারেই রেয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে যাওয়া যাবে। কোনও ভিডিও কল মিস করলে, সেই নোটিফিকেশন-ও পাওয়া যাবে। সেক্ষেত্রে কল ব্যাক করতে হলে, ওই একই মেনু-তে ক্লিক করলেই চলবে। তবে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং ফিচার এখনও চালু করা হয়নি ios-এ। হোয়াটসঅ্যাপ-এর আপডেটেড ভার্সানে মিলবে ভিডিয়ো কলিংয়ের সুবিধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত