অ্যানড্রয়েড ৬ আসতে না আসতেই আসছে ৬.১

প্রকাশ : ২৮ মে ২০১৬, ১৬:০৭

জাগরণীয়া ডেস্ক

স্মার্টফোন অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচে জনপ্রিয় হলো অ্যানড্রয়েড। অ্যানড্রয়েডের নিত্য নতুন ভার্সন ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারকে আরও সহজ এবং উপযোগী করেছে। সম্প্রতি বাজারে এসেছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন মার্সম্যালো বা অ্যানড্রয়েড ৬। আগামী বছরের জুন মাসেই আসছে এর নতুন সংস্করণ ৬.১। 

অ্যানড্রয়েড ওয়েবসাইট থেকে জানা যায়, অ্যানড্রয়েড ৬.১ এ মাল্টি টাস্কিং এবং ডুয়েল স্ক্রিনের সুবিধা থাকবে। এতে অ্যাপ পারমিশনের ক্ষেত্রেও আসবে নতুনত্ব। গুগল এখনও নতুন এই আপডেটের ব্যাপারে কোন ঘোষণা দেয়নি এবং পরবর্তী সম্মেলন ছাড়া গুগল এমন ঘোষণা দেবে না। ২০১৪ সালের জুনে অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাটের ছোট ডট আপডেট এসেছিল।

যদিও অ্যানড্রয়েড নতুন ভার্সন ৬.১ আসতে যাচ্ছে তথাপি এখন পর্যন্ত অ্যানড্রয়েড ৬.০ অধিকাংশ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আসেনি। গুগলের অ্যানড্রয়েড বন্টন প্রতিবেদন বের হয়েছে গত মাসে। মাত্র .৫ শতাংশ মানুষ অ্যানড্রয়েড ৬.০ চালিত স্মার্টফোন ব্যবহার করছে। 

এই সপ্তাহ থেকে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলার মোবাইল মটো এক্স জেন ২ এ মার্সম্যালো ব্যবহার শুরু হয়েছে। নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে অ্যাপ পারমিশনে। গুগল ক্রম ব্যবহারেও পরিবর্তন আসবে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য। ওয়েব লিঙ্ক নিয়ন্ত্রণে আসবে নতুন ফিচার। 

অ্যানড্রয়েড পে (মোবাইল পেমেন্ট সিস্টেম), নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাপস, নতুন সাইলেন্ট ফিচার সাউন্ড এবং ভাইব্রেট মোডেও, ‘ডু নট ডিস্টার্ব’ মোডে থাকলে সব সাউন্ড বন্ধ থাকলেও অ্যালার্ম আর নটিফিকেশন সাউন্ড অন রাখা এবং ব্যাটারি সেভার ফিচার মুড যা দিয়ে ব্যাটারি ব্যবহার করা যাবে দীর্ঘক্ষণ এমন সব ফিচার আছে অ্যানড্রয়েড মার্সম্যালো ৬.০ এ। 

কিছু কিছু মোবাইল যেমন অ্যানড্রয়েড ওয়ান এবং নেক্সাস হ্যান্ডসেট এবং ট্যাবলেটগুলো ইতোমধ্যে অ্যানড্রয়েড ৬.০ তে আপডেট করা যাচ্ছে। আর এইচটিসির নতুন মোবাইল এ৯ এ আসছে বিল্ট ইন অ্যানড্রয়েড ৬.০।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত