ডিপ্রেসন থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়!

প্রকাশ : ২৮ মে ২০১৬, ১৬:০২

জাগরণীয়া ডেস্ক

আপনি কি দিনরাত ফেসবুক খুলে বসে থাকেন। এর কারণ কি ডিপ্রেসন নাকি অন্য কিছু। গবেষকরা জানিয়েছেন, ফেসবুকে ব্যবহারকারী তার শত্রুদের দেখানোর জন্যই এত বেশি সক্রিয় থাকেন। ভাবছেন এ আবার কেমন কথা! কিন্তু গবেষণা বলছে তাই।

কানাডার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইজ্যাক বেনবাসাত গবেষণা করেই এই তথ্য দেন।

তিনি জানান, অনেকেই যেমন ডিপ্রেসন থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে থাকেন। তেমনই অনেকেই অপছন্দের মানুষকে দেখানোর জন্য নিজের ভাল ভাল ছবি পোস্ট করে থাকেন। হাজারেরও বেশি গ্রাহকের উপরে এই সমীক্ষা চালিয়েই এমন তথ্য উঠে এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত