ব্যাটম্যানের গাড়ি এখন বাজারে

প্রকাশ : ২৬ মে ২০১৬, ০০:৪০

জাগরণীয়া ডেস্ক

ব্যাটম্যান সিরিজের সিনেমা ‘দ্য ডার্ক নাইট ট্রিলোজি’ অনেকেই দেখে থাকবেন। সিনেমায় ব্যাটম্যানকে একটি গাড়ি ব্যবহার করতে দেখা যায়। যে গাড়িটির সামনে চাকা দুটো বেশ শক্তিশালী। ফলে আস্ত দেয়াল গুড়িয়ে দিতে পারে চাকা এগুলো। এমনকি প্রয়োজনে গাড়িটি মোটরসাইকেলের আদল নিতে পারে। ব্যাটম্যানের এমন শক্তিশালী আর বহুরূপী গাড়িটি হয়তো অনেকেরই চালানোর খায়েস জাগতে পারে। 

সিনেমার সেই গাড়িটির নাম টুম্বলার ব্যাটমোবাইল। এই ব্যাটমোবাইলের রেপ্লিকা বিক্রি করার উদ্যোগ নেয়া হয়েছে। এটি পাওয়া যাবে দুবাইতে। সিনেমায় ব্যবহৃত কালো রঙের এই গাড়িটির দাম হাঁকা হয়েছে ১ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় এটির মূল্য হবে ৭ কোটি ৭৮ লাখ টাকারও বেশি। 

এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে কর্ভেট ভি৮ ৫.৭ ইঞ্চিন। ইঞ্জিনের হর্স পাওয়ার ৫০০। গাড়িটি ঘণ্টায় সবোর্চ্চ ২৫০ কিলোমিটার গতি তুলতে পারে। এটি দুবাইয়ের সড়কে চালানো যাবে। এজন্য অনুমতিও মিলবে। 

ব্যাটম্যানের ব্যাটমোবাইল গাড়ির সামনের চাকা উচ্চতায় ১৮.৫ ইঞ্চি। পেছনের চাকা উচ্চতায় ৪৪ ইঞ্চি। এতে গাল উইং ডোর রয়েছে। গাড়িটিতে শক্তিশালী ক্যামেরা রয়েছে। ফলে ড্রাইভিং কম্পার্টমেন্টের ড্যাশবোর্ডে সামনে-পেছনের ভিউ দেখা সম্ভব। 

গাড়িটি জেট ইঞ্জিন চালিত। এই গাড়িটি বিক্রি করে ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান ব্যাটমোবাইল তৈরি করা হবে।

গাড়িটি কেনার জন্য ইতোমধ্যে ‍যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং সুইজারল্যান্ড থেকে ক্রেতা আসতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত