টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ হবে : তারানা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫০

জাগরণীয়া ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত গ্রামেগঞ্জে সম্প্রসারণ করা হবে টেলিটকের নেটওয়ার্ক। এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন খাত থেকে সাড়ে চার হাজার কোটি টাকার অর্থায়ন করা হবে।    

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গুলশানে টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, নতুন অর্থায়নের মূল লক্ষ্য নেটওয়ার্ক সম্প্রসারণ ও লোকবল বৃদ্ধির মাধ্যমে টেলিটককে প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। ‘নেটওয়ার্ক’ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, টেলিটকের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে ৭০০ কোটি টাকার একটি প্রকল্প। একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে তিন হাজার কোটি টাকার আরেকটি প্রকল্প।

প্রকল্পটি অনুমোদিত হলে ইউনিয়ন, গ্রাম পর্যায়েও যাবে থ্রিজি সেবা। অনুষ্ঠানে দু’টি ডেটা কার্ড সেবারও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।   

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত