উড়ন্ত গাড়ি (ভিডিও)

প্রকাশ : ২৫ মে ২০১৬, ২২:৩৪

জাগরণীয়া ডেস্ক

আকাশে পাখির মত ডানা মেলে ওড়ার সাধ্য মানুষের নেই। তাই বলে কি মানুষের আকাশে ওড়া বন্ধ আছে। মোটেই না। মানুষ যন্ত্র বানিয়েছে। সেই যন্ত্রে চেপে দিব্যি উড়ে বেড়াচ্ছে নীল আকাশে। কিন্তু ব্যয়বহুল উড়োজাহাজ কেনার কিংবা চড়ে বেড়ানোর সাধ্য অনেকেরই নেই। প্রযুক্তির উত্থানের এই যুগের সব কিছুই এখন সাধ্যের মধ্যেই। 

বাজারে এলো পানিতে এবং রাস্তায় দু’জায়গাতেই উড়তে পারে এই ছোট আকারের বিমান। এটি পার্ক করে রাখতে বিশাল আকারের হ্যাঙ্গারেরও প্রয়োজন নেই। বাড়ির ছোট কার পার্কিংয়েই এটি পার্ক করে রাখা যাবে। তাহলে কি এবার প্রাইভেট কার ছেড়ে প্রাইভেট প্লেনের দিকেই ঝুঁকবেন সবাই? এবার থেকে কি গ্যারাজে আর গাড়ি নয় থাকবে একটা আস্ত প্লেন?

এরকমই একটি আকর্ষণীয় প্লেন নিয়ে এল আইকন। মডেলের নাম  আইকন এ৫। দামও এমন কিছু নয়। মাত্র সোয়া কোটি টাকা খরচ করলেই মিলবে এই বিমান। এয়ারক্রাফটের মার্কেট ধরতে অনেক সংস্থাই এক এক ধরনের বিমান আনছে। তবে দামে ও চেহারায় আইকন এ ৫ বেশ আকর্ষণীয়।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত