বিনা পরিচয়ে ‘হ্যালো সিটি অ্যাপসে’ জানানো যাবে তথ্য

প্রকাশ : ৩১ জুলাই ২০১৬, ১৩:৪৭

জাগরণীয়া ডেস্ক

জঙ্গি ও উগ্রবাদ, বিস্ফোরক, অস্ত্র এবং আন্তঃদেশীয় অপরাধের তথ্য জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের নতুন অ্যাপসের উদ্বোধন হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে পরিচয় গোপন রেখে সন্ত্রাস মদদদাতা ও অর্থদাতাদের সম্পর্কে সব ধরণের তথ্য দেওয়া যাবে।

রবিবার (৩১ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ‘হ্যালো সিটি’ নামের অ্যাপসটি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের এই অ্যাপসটি তৈরি করে।

দেশের ১৭ কোটি মানুষ পরিচয় গোপন রেখেই এই অ্যাপসের মাধ্যমে পুলিশকে চার ক্যাটাগরিতে তথ্য জানাতে পারবে। ‘হ্যালো সিটি’ নামের এই অ্যাপসটির মাধ্যমে যে কেউই দেশ বা বিদেশ থেকে অপরাধের তথ্য জানাতে পারবে এবং পরিচয় বা মোবাইল নম্বর উল্লেখ না করেই তথ্য জানাতে পারবে। ‘হ্যালো সিটি’ অ্যাপসটির প্রথমেই রয়েছে জঙ্গি ও উগ্রবাদ ক্যাটাগরি। এরপর রয়েছে যথাক্রমে বিস্ফোরক, অস্ত্র এবং আন্তঃদেশীয় অপরাধ। ব্যবহারকারী এর যে কোনোটিতেই প্রবেশ করে তথ্য দিতে পারবে।

‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলি আর্টিসানে নিষ্ঠুরতার পরই আমরা এ ধরনের অ্যাপসের কথা ভাবতে শুরু করেছি। যে অ্যাপসের মাধ্যমে নিজের পরিচয় না জানিয়েই অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য জানানো যাবে। আমরা শুধু বিশ্বাসই নই, প্রমাণ করেছি এদেশে সব ধর্মের মানুষ যে যে যার যার ধর্ম পালন করে। কিন্তু এই সম্প্রীতির ধারাকে বাধাগ্রস্ত করতে একটি চক্র এসব নাশকতা ঘটাচ্ছে।’

এ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে অপরাধের প্রক্রিয়া কিছুটা ভিন্নতর থাকে। তবে এটা শুধু পুলিশিং দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। জনগণকে সম্পৃক্ত করতে হবে। জাতীয় স্বার্থে ও মাতৃভূমিকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের মোকাবিলা করবো। বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মতো বানাতে দেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী আহ্বানে দেশব্যাপী একটি নাগরিক ঐক্য গড়ে উঠেছে মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, ‘এই ঐক্য নষ্ট করতে অনেকেই সচেষ্ট হয়েছেন। তবে আমাদের এই অ্যাপসটি জঙ্গিবাদ মোকাবেলায় খুবই কার্যকর হবে।’

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশার আছাদুজ্জামান মিয়া ও কাউন্টার টেরোরিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত