‘মোবাইল ওয়ালেট’ সার্ভিস চালু করছে পাঠাও

প্রকাশ : ০১ মে ২০১৮, ১৯:৫৮

জাগরণীয়া ডেস্ক

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ এবার শুরু করছে তাদের নিজস্ব ‘মোবাইল ওয়ালেট’ সেবা। এর ফলে ‘পাঠাও’ ব্যবহারকারীরা খুব সহজেই তাদের লেনদেন করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাতকারে একথা জানান পাঠাওয়ের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা হুসাইন ইলিয়াস।

তিনি বলেন, পাঠাও অ্যাপের সঙ্গে এই ওয়ালেট সেবা যুক্ত থাকবে। গ্রাহকরা পাঠাও পেমেন্টের ক্ষেত্রে এই ওয়ালেট ব্যবহার করতে পারবেন। এমনকি গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্ট এই ওয়ালেটে টপআপ করতে পারবেন। আগামি বছর থেকে ইলেক্ট্রনিক-ট্রানজিকশনের সুবিধা চালু করতে যাচ্ছে পাঠাও। এতে ব্যবহারকারীরা নগদ অর্থের বদলে ঝামেলাহীনভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত