আকাশে উড়লো বিশ্বের বৃহত্তম জেট ইঞ্জিন জিই৯এক্স

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ০৭:৪৩

জাগরণীয়া ডেস্ক

সম্প্রতি আকাশে উড়লো বিশ্বের বৃহত্তম জেট ইঞ্জিন জিই৯এক্স। জেট ইঞ্জিনটি স্থাপন করা হয় একটি বোয়িং ৭৪৭ প্লেনের বাম পাশের পাখায়।

ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিল থেকে তা চার ঘণ্টার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে। দৈত্যাকার ইঞ্জিনটির ফ্যানের ব্যাস ১১ ফুটেরও বেশি এবং দৈর্ঘ্য ১৮ ফুট। এর নির্মাতা জেনারেল ইলেক্ট্রিক।

ইঞ্জিনটির পরীক্ষামূলক উড্ডয়ন গত বছর হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে তা হয়নি। ২০২০ সালের মধ্যে এ ইঞ্জিনটি বাণিজ্যিকভাবে প্লেনে স্থাপন করা হবে বলে জানান এর নির্মাতারা।

ইঞ্জিনটি এক লাখ পাউন্ড ধাক্কা উৎপাদন করতে সক্ষম এই ইঞ্জিনের মূল্য ধরা হয়েছে ২৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৪০ কোটি টাকা)। ইতোমধ্যেই জেনারেল ইলেক্ট্রিক ৭০০টি জিই৯এক্সের অর্ডার পেয়ে গেছে।

জানা যায়, ভবিষ্যতে এ ইঞ্জিনটি স্থাপন করা হবে প্লেন বোয়িং ৭৭৭এক্স-এ। যা বর্তমান বিশ্বে সব থেকে বড় বিমান। এর ডানার দৈর্ঘ্য ২৩৫ ফুট। একসঙ্গে ৪০০ যাত্রী ধারণ করতে পারে প্লেনটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত