এক ঘণ্টা পরেও মেসেজ ডিলিটের সুযোগ হোয়াটসঅ্যাপে

প্রকাশ : ১৩ মার্চ ২০১৮, ১৯:৩৯

জাগরণীয়া ডেস্ক

মেসেজ পাঠানোর এক ঘন্টা পরেও কেউ চাইলে হোয়াটসঅ্যাপে সেই বার্তাটি মুছে ফেলতে পারবেন। 

বিশ্বের শীর্ষ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ২০১৭ সালের অক্টোবরে ‘Delete for Everyone’ অপশনটির মাধ্যমে সাত মিনিটের মধ্যে ভুল করা পাঠানো মেসেজ মুছে ফেলার সুবিধা দেয়। সেই সুবিধাটির সময়সীমা বৃদ্ধি করলো এই  অ্যাপটি। যদিও আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপ এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি।

কিন্তু আইফোনের জন্য তাদের মুক্তি দেওয়া সাম্প্রতিক সংস্করণটি পরীক্ষা করে ওয়াবেটাইনফো নামক সাইট জানায়, সাত মিনিটের পরিবর্তে এই সময়সীমা এখন প্রায় এক ঘণ্টা। প্রকৃত সময়সীমাটি হলো ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। এই সংস্করণটি শুধুই ত্রুটি বা বাগ করার উদ্দেশ্যে মুক্ত করা হয়েছিল। কিন্তু অঘোষিতভাবে এই সুবিধাটি  আইফোনে যুক্ত করা হয়েছে। সুবিধাটি আপাতত শুধু আইওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণে (২.১৮.৩১) পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েডসহ অন্যান্য অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ এই সুবিধাটি তা জানা যায়নি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত